মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেফতার ৩

অপরাধ ঢাকা

 

নিজস্ব প্রতিনিধি : রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নারায়ণগঞ্জ এর উদ্যোগে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক এর নেতৃত্বে এবং ডিএনসি, নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মোহাম্মদ সামছুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে ডিএনসি, নারায়ণগঞ্জ টিম ফতুল্লা মডেল থানাধীন পূর্ব রসুলপুর ও দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোড এলাকায় অভিযান পরিচালনা করে ১.মোঃ আলামিন (৩৫), পিতা- মৃতঃ মোঃ আওলাদ হোসেন কে ১৫০ গ্রাম গাঁজা ২. মোঃ মোকছেদ মিয়া (৩৫) পিতাঃ মৃতঃ মোঃ আঃ ছামাদকে ২০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেফতারকৃত দুই(০২) জন আসামীদের প্রত্যেককে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০/- জরিমানা অনাদায়ে আরও ৭দিনের কারাদন্ড প্রদান করেন।


বিজ্ঞাপন

এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নারায়ণগঞ্জ টিম গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানাধীন দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ কালাম ভুইয়া(৫২), পিতাঃ মৃতঃ মোঃ খালেক ভুইয়া কে ৫০টি হিরোইনের পুরিয়াসহ গ্রেফতার করে।
এ বিষয়ে আসামীর বিরুদ্ধে ডিএনসি, নারায়ণগঞ্জ এর পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ১টি মামলা দায়ের করেন। তারিখঃ ১৩/১২/২০২০।