ফেন্সিডিল-প্রাইভেটকারসহ আটক ২

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গত ১৩/১২/২০২০ খ্রিঃ তারিখ দিবাগত রাত অনুমান ২৩.০০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) সারোয়ার হোসেন ভূঞা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত্রিকালীন সিয়েরা ডিউটি করাকালীন শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট বাইপাস পয়েন্টে চেকপোষ্ট ডিউটি করাকালে ০১টি সাদা রংয়ের প্রাইভেটকারকে সিগন্যাল দিলে উক্ত প্রাইভেটকারের চালক সিগন্যাল অমান্য করিয়া দ্রুত গতিতে গাড়ী চালাইয়া পালানোর চেষ্টা করিলে তিনি সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উক্ত প্রাইভেটকারটি আটক করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে প্রাইভেটকারের ভিতর থাকা ধৃত আসামী ১। মাসুম আহমদ (৩০), পিতা- মৃত মাওলানা মোকলেসুর রহমান, মাতা- মৃত ছালেহা বেগম, সাং- সোনাসার ছয়ঘরী, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট, বর্তমানে- গাড়ী চালক, হোটেল ইস্ট এন্ড, তালতলা, থানা- কোতয়ালী, জেলা- সিলেট ও ২। তাজুল ইসলাম তাজ (২০), পিতা- গৌস উদ্দিন মাসুক (মাকু), মাতা- রাজিয়া বেগম, সাং- উত্তরকুল, থানা-জকিগঞ্জ, জেলা- সিলেটদ্বয়ের দেহ তল্লাশী সহ প্রাইভেটকারটি তল্লাশী করিয়া প্রাইভেটকারের ড্রাইভিং সিটের পিছনে হইতে ধৃত আসামীদের হেফাজতে থাকা ১১৯ বোতল ফেন্সিডিল, যাহার ওজন অনুমান ১১.৯ লিটার, যাহার মূল্য অনুমান ১,১৯,০০০/- (এক লক্ষ উনিশ হাজার) টাকা পাইয়া উদ্ধারপূর্বক জব্দ করেন এবং উক্ত ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত সাদা রংয়ের ঈঙজঙখখঅ প্রাইভেটকার, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১৩-২৭২৩, যাহার মূল্য অনুমান ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জব্দ করেন। পরে আটককৃত ১। মাসুম আহমদ (৩০) ও ২। তাজুল ইসলাম তাজ (২০) দ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা উক্ত মাদক তথা ফেন্সিডিল অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে জকিগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকা হইতে প্রাইভেটকারযোগে সিলেট শহরে নিয়া আসিতেছিল বলিয়া জানায়। উক্ত ঘটনায় বর্ণিত আসামীদ্বয়ের বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার মামলা নং-০৯, তারিখ-১৪/১২/২০১৯খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৩(গ)/৩৮ রুজু করা হয়। অদ্য বর্ণিত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।


বিজ্ঞাপন