সিএমপির সর্বাধুনিক অপারেশনাল গিয়ার ব্যবহার কার্যক্রম উদ্বোধন

চট্টগ্রাম সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও শান্তি প্রতিষ্ঠার দায়িত্বে নিয়োজিত। স্বাধীনতা পরবর্তী সময় হতে অত্যন্ত সফলতার সাথে বাংলাদেশ পুলিশ এই দায়িত্ব পালন করে আসছে। এই দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশ প্রথম থেকে থ্রি নট থ্রি এবং পরবর্তীতে চাইনিজ রাইফেল ব্যবহার করে আসছে। অস্ত্রগুলো আকারে বড় হওয়ায় কাঁধে ঝুলিয়ে ব্যবহার করতে হয়। এতে একজন পুলিশ সদস্যের একটি হাত সর্বদা অস্ত্র ঝুলিয়ে রাখার কাজে ব্যবহার হয়। বিষয়টি বিবেচনাপূর্বক ১৬ ডিসেম্বর ২০২০ তারিখ হতে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য চালু হতে যাচ্ছে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার।


বিজ্ঞাপন

চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় প্রাথমিকভাবে কোতোয়ালী, খুলশী, পাঁচলাইশ ও ডাবলমুরিং থানার অপারেশনাল দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা সর্বাধুনিক এই অপারেশনাল গিয়ার ব্যবহার করবে। অপারেশনাল গিয়ার এর অংশ হিসেবে প্রত্যেক পুলিশ সদস্য ট্যাকটিক্যাল বেল্ট পরিধান করবে। এই বেল্টে পুলিশ সদস্যরা হ্যান্ডক্যাফ, ওয়াকিটকি, ব্যাটন, পানির বোতল, টর্চলাইটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি রাখতে পারবে। এছাড়া দায়িত্বরত পুলিশ সদস্যদের থাকবে থাই হোলস্টার এবং আধুনিক ক্ষুদ্র অস্ত্র । থাই হোলস্টারে ক্ষুদ্র অস্ত্র রাখার সুবিধা থাকায় তাদের দুটো হাতই থাকবে উন্মুক্ত। ফলশ্রুতিতে তারা সহজে এবং স্বাচ্ছ্যন্দে দায়িত্বপালন করতে পারবে। বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে ৭০০ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ প্রদান সাপেক্ষে সর্বাধুনিক গিয়ার প্রদান করা হচ্ছে। ধাপে ধাপে সকল থানা, ফাঁড়ি এবং অন্যান্য পুলিশ ইউনিটসহ সকল পুলিশ সদস্যদের সর্বাধুনিক এই গিয়ার প্রদান করা হবে।

নব এই সিদ্ধান্তের ফলে পুলিশের জনসেবামূলক কার্যক্রম অধিকতর বেগবান হবে বলে আমরা বিশ্বাস করছি।