অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন

সারাদেশ

সুমন হোসেন, অভয়নগর : অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, সকল শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন ও উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর‌্যালে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। উপজেলা পরিষদ থেকে একটি বিজয় র‌্যালী নওয়াপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়। উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর ও নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসাইন খাঁন-এর নেতৃত্বে র‌্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। আলোচনা সমাবেশ শেষে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের অডিটোরিয়ামে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র বিতরণ, সংবর্ধণা প্রদান ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহমেদ খান ও বীর মুক্তিযোদ্ধা আবজাল হোসেন’র যৌথ সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসাইন খান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সুশান্ত কুমার দাশ শান্ত, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ডেপুটি কমান্ডার ইনতাজ আলী মোড়ল, বীর মুক্তিযোদ্ধা অধির কুমার পাড়ে, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ফারাজী, রফিকুল ইসলাম সরদারসহ প্রমূখ। আলোচনা সভায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যে সকল মানুষ অংশ গ্রহন করেছেন। দেশের জন্যে জীবন দিয়ে শহীদ হয়েছেন, বক্তরা শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করে বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা করেন। সকল শহীদসহ এদেশের মুক্তিযুদ্ধে অংশ গ্রহনকারী সূর্যসন্তানদের আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে খাবার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন