বিবেক ও ভিত্তি

অন্যান্য সাহিত্য

মুস্তাফিজুর রহমান : আমাদের অনেকেরই বিবেকের মানদণ্ড নেই। যাদের বিবেকের মানদণ্ড আছে, তাদের মানদণ্ডের ভিত্তির মূল্যবোধ কতটুকু মজবুত, সেটাই মূল্যায়নের বিষয়। অন্যের কল্যাণের জন্য মুখরোচক কথার ফুলঝুরিতে মাতোয়ারা পুরো সমাজব্যবস্থা। নিজ অস্তিত্ববোধক ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে যখন অগ্রাধিকারভিত্তিতে স্বচেতনায় স্থান পায়,সেখানে মানবতা ও কল্যানের বুলি উচ্চারিত হলেও ধোয়াশা থেকে যায়।


বিজ্ঞাপন

অপরের কল্যাণ ও মানবতার প্রত্যয়ে আত্ননিয়োগের জন্য মনোনিবেশ করতে হলে সর্বপ্রথম আত্নপলব্ধি ও আত্নশুদ্ধি প্রয়োজন। পরিশুদ্ধতা নিজ অন্তরে লালন করতে না পারলে অপরের কল্যাণ প্রার্থনা কতটুকু ফলপ্রসূ হয়, সেটা অনুধাবনের জন্য নিজে একবার হলেও ভিকটিম হওয়া প্রয়োজন।

যুদ্ধ করতে হলে নিজ বিবেকের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করুন, বিবেক সংশোধিত হলে আপনার কর্মে উপযুক্ত ক্রিয়া প্রকাশ পাবে। নিজ কর্মে নিরপেক্ষতা থাকলে অন্যের কল্যাণ আপনা থেকেই উন্মোচিত হবে । সুতরাং শ্লোগান দিয়ে কল্যাণ করার প্রয়োজন নেই, প্রয়োজন পরিশুদ্ধতা, যা সমাজের আগাছা পরিস্কার করার জন্য যথেষ্ট। সমস্ত আগাছাই মানবতার কল্যাণের জন্য প্রতিবন্ধকতা।