দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাম প্রসাদ মন্ডল -এর নেতৃত্বে সোমবার অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে দুদক টিম অভিযোগ সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখে। উপস্থিতি রেজিস্টার যাচাইয়ে থানা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ অন্যান্য কর্মচারীদের অনুপস্থিতির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। প্রাথমিক তদন্তে দুদক টিম হাসপাতালে ভর্তিকৃত রোগীদের নিম্নমানের খাবার প্রদান, নানাবিধ বরাদ্দের টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ, সরকারি কোয়ার্টার ব্যবহার করে ভাড়া প্রদান না করা, মূল্যবান ঔষধ রোগীদের সরবরাহ না করে বাহিরে বিক্রয় প্রভৃতি অভিযোগ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে। সংগৃহীত নথিপত্র যাচাইসাপেক্ষে কমিশনের সিদ্ধান্ত চেয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম।


বিজ্ঞাপন