বীরদের কণ্ঠে বীরত্বের গল্প

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : একাত্তরের রণাঙ্গনে যারা যুদ্ধ করেছেন, কীভাবে সেই যুদ্ধে গেলেন, যুদ্ধে কী করেছেন, সহযোদ্ধাদের কথা- সব তাদের কণ্ঠেই ধারণ করে রাখবে সরকার। দুই-তিন মাসের মধ্যে ‘বীরদের কণ্ঠে বীরগাথা’ শিরোনামে সেসব বীরত্বের গল্প ধারণ শুরু হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বৃহস্পতিবার মন্ত্রণালয়ে গবেষণা গ্রন্থ ‘নৌ-যুদ্ধ একাত্তর’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেছেন।
মোজাম্মেল বলেন, আমরা মন্ত্রণালয় থেকে একটি কর্মসূচি নিয়েছি ‘বীরের কণ্ঠে বীরগাথা’। জীবিত মুক্তিযোদ্ধার মৌখিক ভাষ্য আমরা ১৫ থেকে ২০ মিনিটে শুনতে চাই, সেটা আর্কাইভে রাখব। যতদিন এই পৃথিবী থাকে ততদিন যেন সংরক্ষিত হয়। আশা করি আমরা আগামী দুই-তিন মাসের মধ্যে রেকর্ড করা শুরু করব। প্রত্যেক ব্যক্তির (বীর মুক্তিযোদ্ধ) বাড়ি বাড়ি গিয়ে রেকর্ড করবে এবং সেগুলো সারাজীবন সংরক্ষিত থাকবে।
বীর মুক্তিযোদ্ধরা কীভাবে যুদ্ধে গিয়েছিলেন, কীভাবে যুদ্ধ করেছেন এবং যুদ্ধকালীন স্মৃতি- সেসব বিষয় তাদের কণ্ঠে রেকর্ড করা হবে জানান মন্ত্রী।


বিজ্ঞাপন