কোতোয়ালী থানার অভিযানে জুয়ার সরঞ্জামাদিসহ গ্রেফতার ৭

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : এসআই/সুকান্ত চৌধুরী ৩০/১২/২০২০ইং তারিখ বিশেষ অভিযান পরিচালনা করাকালে ২১:২০ ঘটিকার সময় গোপন সূত্রে সংবাদ পান যে, কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার এয়াকুবনগর লইট্যাঘাটা আব্দুর রাজ্জাক দোভাষের কলোনীর মনিরের ভাড়া বাসায় কতিপয় জুয়াড়ী টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২১:৩৫ ঘটিকার সময় সঙ্গীয় অফিসার ফোর্স সহ উক্ত স্থানে গিয়া ১নং হইতে ৭নং আসামীদের উক্ত ঘরের ভিতর গোল হইয়া বসে খাটের উপর জুয়া খেলা অবস্থায় পাইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় আটক করেন। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদের তল্লাশী করিয়া ৩ প্যাকেট জুয়া খেলার তাস সহ ১৬,৭০০/- টাকা পাইয়া ইং ৩০/১২/২০২০ তারিখ ২১:৫০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাহারা নাম-ঠিকানা প্রকাশ সহ জব্দকৃত তাস ও টাকা দ্বারা জুয়া খেলার কথা স্বীকার করে। আসামীরা আরো জানায় যে, তারা মুলত বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে দীর্ঘ দিন ধরে জুয়া খেলিয়া আসিতেছে। আসামীরা টাকার বিনিময়ে বিনা অনুমতিতে অবৈধভাবে তাস দ্বারা জুয়া খেলিয়া ১৮৬৭ সনের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ ধারার অপরাধ করায় এসআই/সুকান্ত চৌধুরী আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে ০১টি মামলা রুজু হয়।


বিজ্ঞাপন

আসামীরা মূলত জেলে। মাছ ধরে, বিক্রি করে, সে টাকা দিয়েই চলে। দিনে হাজার টাকা আয় করলেও মাথায় তাদের লাখ টাকা ঋণের বোঝা। অভাবে তাদের এই ঋণের বোঝা নয়, স্বভাবেই তারা ঋণগ্রস্থ। মাছ বিক্রি করেই তারা বসে পড়ে জুয়ার আসরে।

উদ্ধারকৃত আলামত ঃ- ৩ প্যাকেট জুয়া খেলার তাস, ১৬, ৭০০/- টাকা ।