শরণখোলায় প্রতিবেশীর হামলায় কৃষক আহত

সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের শরণখোলায় প্রতিবেশীর হামলায় গুরুতর আহত হয়েছেন জামাল হাওলাদার নামে এক কৃষক ও তার বিবাহিত মেয়ে তাসলিমা বেগম। মঙ্গলবার বিকালে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে । হামলায় আহত বাবা-মেয়ে দুজনকেই শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । স্থানীয়রা জানান,একটি গাছ কাটাকে কেন্দ্র করে দক্ষিণ রাজাপুর গ্রামের জামাল হাওলাদারকে পিটিয়ে হাত ভেঙে দেন প্রতিবেশী মোঃ হামিদ ঘরামীর ছেলে জেলে মোঃ আলী হোসেন ঘরামী ও তার পরিবারের সদস্যরা ।
আহত জামাল হাওলাদারের ছেলে ওমর আলী জানান, আমাদের বাড়ির ঊঠানে প্রতিবেশী আলী হোসেনদের একটি গাছ হেলে পড়ে । যার কারণে আমাদের ধান শুকাতে সমস্যা হয় । কিন্তু এ কথা তাদের বারবার জানানোর পরেও তারা গাছ কাটেন না । তাই ওইদিন সকালে আমরা নিজেরাই গাছটির কিছু ডাল কেটে পরিস্কার করলে দুপুর ১২ টায় আলী হোসেন দা নিয়ে আমাদের বাড়ি এসে গালাগালি ও হুমকি ধমকি দেন । এরপর বিকাল তিনটার দিকে আমার বাবা যখন মাঠে গরু বাধঁতে যায় তখন বাড়ি থেকে বের হওয়ার পথেই মোটা লাঠি দিয়ে এলোপাথাড়ী পিটিয়ে বাবার হাত ভেঙে দেন আলী হোসেন ও তার ছেলে মামুন। এসময় আমার বোন তাসলিমা ফেরাতে গেলে তাকেও মারধর করে । পরে বাবাকে হাসপাতালে নিয়ে আসলে এক্সরে করে দেখা যায় তার ডান হাত ভেঙে গেছে। এ ঘটনায় শরণখোলা থানার ওসি ছাইদুর রহমান বলেন, ঘটনা শুনেছি, সাথে সাথে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে ।


বিজ্ঞাপন