দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : অবৈধভাবে প্রকল্পের গাড়ি ব্যবহারের অভিযোগে রাজধানীর প্রাণিসম্পদ অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ হতে রাজধানীর খামারবাড়িতে আজ (১০-০১-২০২১ খ্রি:) এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে দুদক টিম সমাপ্তপ্রাপ্ত প্রকল্পের জন্য কর্তৃক ব্যবহৃত ৩৩৯টি গাড়ির বর্তমান ব্যবহার এবং সে সংক্রান্ত বিধিমালা ও তথ্য সংগ্রহ করে। সংগৃহীত তথ্য যাচাইপূর্বক টিম অভিযোগের বিষয়ে কমিশনের সিদ্ধান্ত চেয়ে চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবে।


বিজ্ঞাপন

ঝালকাঠি পৌরসভায় মেয়রের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগে বরিশাল জেলা কার্যালয় হতে আজ অপর একটি অভিযান পরিচালিত হয়েছে।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৪ দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।