জালালাবাদে গরুসহ ২ চোর আটক

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার এসআই(নিরস্ত্র) মোঃ আশরাফুল সিদ্দিক, সঙ্গীয় অফিসার এএসআই(নিরস্ত্র) মোঃ মানিক মিয়া ও ফোর্স কং/১২০৫ জাকারিয়া, কং/১৮১৪ আলমগীর হোসেন সর্ব জালালাবাদ থানা, এসএমপি, সিলেট ডিউটি করাকালে মোবাইল ফোনে সংবাদ পান যে, জালালাবাদ থানাধীন আখালিয়া সোনালী আবাসিক এলাকা হইতে চোরগণ সিএনজি গাড়ী যোগে ০১(এক) টি ডেকা ষাড় বাছুর গরু চুরি করিয়া নিয়া দ্রুত যাইতে থাকে। তখন সিয়েরা-২১ পার্টির ইনচার্জ সহ থানা এলাকায় নিয়োজিত অপর সিয়েরা-২২ পার্টির ইনচার্জ এএসআই(নিঃ) মোঃ মানিক মিয়া দ্রুত ঘটনাস্থলে পৌছিয়া জালালাবাদ থানাধীন আখালিয়া সোনালী আবাসিক এলাকার যুগীপাড়াস্থ জামে-মসজিদ এর উত্তর পাশে পাকা রাস্তার উপর স্থানীয় জনগনের সহায়তায় ০২ জন আসামী সহ তাহাদের হেফাজত হইতে ০১টি গরু ও ০১টি সিএনজি গাড়ী আটক করে হেফাজতে নেন। আটক আসামীদের জিজ্ঞাসাবাদে ১। ইমরান আহমদ(৪৬) পিতা-মৃত আব্দুল মুত্তালিব, সাং-হাসননগর আলীপাড়া, থানা-সুনামগঞ্জ, বর্তমানে সাং-মীরবক্সটুলা, বাসা আজাদি-১৩, (খলিল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) থানা- কোতয়ালী, জেলা-সিলেট, ২। মোঃ ইসমাইল আহমদ(২৫) পিতা-আলী আহমদ সাং-কলাউড়া,থানা- দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ বর্তমানে সাং- ফাজিল চিশত, বাসা নং-১৮/১৩,(রাসেল মিয়ার বাড়ী), থানা- এয়ারপোর্ট জেলা-সিলেটদ্বয় নাম ঠিকানা প্রকাশ করে। বিধি মোতাবেক আসামীদের হেফাজত হইতে উদ্ধারকৃত ০১(এক)টি গরু, যাহার মূল্য-২৪,০০০/- টাকা ও ০১টি সিএনজি গাড়ী যাহার রেজিঃ নং-সিলেট-থ-১২-৯১৬৪, যাহার মূল্য-৬,০০,০০০/- টাকা উদ্ধার পূর্বক এসআই(নিঃ) মোঃ আশরাফুল সিদ্দিক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন। উদ্ধারকৃত আলামত ও আটক আসামীদের থানায় নিয়া আসা হয়। বর্ণিত ঘটনায় বাদীর অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিষয়টি জনাব মোঃ নাজমুল হুদা খাঁন, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি, সিলেট নিশ্চিত করেন।


বিজ্ঞাপন