রাজশাহী’র ট্রেনিং স্কুলে ৬ষ্ঠ ব্যাচ’র উদ্বোধন

রাজশাহী

নিজস্ব প্রতিনিধি : সোমবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী’র ট্রেনিং স্কুলে Training on “Firing of Arms” (৬ষ্ঠ ব্যাচ) এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়। প্রথমেই পুলিশ কমিশনার সবাইকে সালাম ও কুশল বিনিময়ের মাধ্যমে তাঁর উদ্বোধনী বক্তব্য শুরু করেন। অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখতে গিয়ে পুলিশ কমিশনার বলেন “গতকাল অনেক হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি আমার জন্ম হয়েছে মানুষের সেবা করার জন্য”। আইজিপি মহোদয় পুলিশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তাঁর সুযোগ্য উত্তরসূরী হয়ে বাংলাদেশ পুলিশকে এগিয়ে নিতে যেতে চাই। বক্তব্য প্রদান কালে পুলিশ কমিশনার আরো বলেন যে, বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের দাবি হালকা আধুনিক অস্ত্র। এই দাবি অচিরেই পূর্ণ হবে। সেই অস্ত্রের যথাযথ আইনসংগত ব্যবহারের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। এই জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নাই। উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে পুলিশ কমিশনার মহোদয় আরো বলেন যে, সবাইকে আরো বেশি সচেতন ও দ্বায়িত্ববান হতে হবে যেন আমাদের পরবর্তী প্রজন্ম গর্ব করে বলতে পারে আমার বাবা পুলিশ ছিলো। উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য শেষে Training on “Firing of Arms” (৬ষ্ঠ ব্যাচ) এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। ০৬ দিন ব্যাপি এই কোর্সে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ সাইফুদ্দিন শাহীন, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক), উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ মনিরুল ইসলাম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স), মোহাম্মদ রকিবুল ইসলাম হাসান ইবনে রহমানসহ উর্দ্বতন অফিসারগণ।


বিজ্ঞাপন