চাঞ্চল্যকর রোহিত হত্যার মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ২

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সোমবার পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম মোঃ আশিকুর রহমান রোহিত (২০)কে বাকলিয়া থানাধীন দেওয়ান বাজার ভরা পুকুর পাড় সংলগ্ন এলাকায় সাহাবুদ্দিন সাবু (২৬), সাইফুল ইসলাম বাবু (২০) ও মোঃ মহিউদ্দিন (২৯) উপর্যুপুরি ছুরিকাঘাতে গুরুতর আহত করে। উপর্যুপুরি ছুরিকাঘাতের ফলে ভিকটিম আশিকুর রহমান রোহিত (২০) গত ১৫/০১/২০২১ তারিখ চমেক হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।


বিজ্ঞাপন

উক্ত ঘটনার প্রেক্ষিতে সাহাবুদ্দিন সাবু (২৬), সাইফুল ইসলাম বাবু (২০) ও মোঃ মহিউদ্দিন (২৯)গণ গ্রেফতার এড়ানোর জন্য অজ্ঞাতস্থানে পালিয়ে যায়। তাদের গ্রেফতারের লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক নির্দেশনায় বাকলিয়া থানার টিম অভিযান পরিচালনা করে মোঃ মহিউদ্দিন (২৯)কে গত ১৭/০১/২০২১খ্রিঃ তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় কদমতলী মাদার টেক নিউ মদিনা আবাসিক এলাকা, মুগদা থেকে এবং সাইফুল ইসলাম বাবু (২০)কে মিরপুর, ঢাকা থেকে গত ১৮/০১/২০২১খ্রিঃ রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় গ্রেফতার করতে সক্ষম হয়। সাইফুল ইসলাম বাবু (২০) ও মোঃ মহিউদ্দিন (২৯)দেরকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানা যায় যে, চকবাজার থানাধীন ডিসি রোড চাঁন মিয়া মুন্সি লেইন এলাকা ভিত্তিক ইট-বালি ব্যবসা, ক্লাব ভিত্তিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে তারা মোঃ আশিকুর রহমান রোহিত (২০)কে হত্যা করে। ঘটনার পরপরই মোঃ মহিউদ্দিন (২৯) মুখের দাঁড়ি ফেলে এবং সাইফুল ইসলাম বাবু (২০) বেশভূষা পরিবর্তন করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়ার জন্য ঢাকায় অবস্থান করছিল।