দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মেহেরপুরে হাট উন্নয়ন প্রকল্পে কাজ যথাযথভাবে না করে অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জাকারিয়া এর নেতৃত্বে সোমবার এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিম মেহেরপুর জেলার গাংনী উপজেলার অভিযোগ সংশ্লিষ্ট বামুন্দি গরুর হাট সরেজমিন পরিদর্শন করে। দুদক এনফোর্সমেন্ট টিম গরু হাট, কসাইখানা উন্নয়ন, বিভিন্ন স্থাপনা রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন, টিনশেড উন্নয়ন, রাস্তায় এইচবিকরণ, ড্রেন নির্মাণ, কসাইখানার টিনসেড ও মেঝে নির্মাণ, মুরগি ও কবুতর বিক্রয়ের স্থানে টিনশেড লাগানো, প্রভৃতি কার্যক্রম সরেজমিনে খতিয়ে দেখে। বিস্তারিত যাচাইয়ের জন্য টিম উক্ত গরুর হাটের ৩১টি প্রকল্প সংশ্লিষ্ট নথি সংগ্রহ করে। অধিকন্তু অভিযোগের বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা এলজিইডি’র প্রকৌশলী নিকট হতে তথ্য সংগ্রহ করে দুদক টিম। সংগৃহীত তথ্য যাচাইপূর্বক অভিযোগের বিষয়ে কমিশনের সিদ্ধান্ত চেয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম।


বিজ্ঞাপন

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট ইউনিট হতে ৪টি দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে। দপ্তরসমূহকে পত্র প্রাপ্তির ৩০ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণপূর্বক প্রতিবেদনের মাধ্যমে কমিশনকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।