পুলিশ হত্যায় অভিযুক্তসহ গ্রেফতার ২

অপরাধ

পাঠানটুলি থেকে অস্ত্র ও ছোরা উদ্ধার

 

নিজস্ব প্রতিনিধি : আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে যে কোন ধরনের সহিংসতা এড়াতে বুধবার সিএমপির ডাবলমুরিং মডেল থানা কর্তৃক পরিচালিত হয় জনসচেতনতামূলক মাইকিং ও প্রচারণা। পাশাপাশি সন্দেহভাজনদের তল্লাশিও চালানো হয়। এসময় একটি এলজি, এক রাউন্ড গুলি এবং একটি ছোরা সহ অর্জুন দে (২৭) ও মোঃ হারুন @ বাদশা হারুন (৪২) কে গ্রেফতার করে ডাবলমুরিং থানা পুলিশ। তন্মধ্যে অর্জুন দে ২০১৪ সালে পুলিশ সদস্য নায়েক ফরিদ হত্যা মামলার চার্জশিটে অভিযুক্ত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, দস্যুতাসহ চারটি এবং হারুনের বিরুদ্ধে অস্ত্র, দস্যুতাসহ তিনটি মামলা রয়েছে।


বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নির্বাচনকে সামনে রেখে এসব অস্ত্র এনেছিল বলে জানায়। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারেও অভিযান চলছে।

তাদের বিরুদ্ধে সিএমপির ডাবলমুরিং মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।