জালালাবাদে ৫ জুয়াড়ী আটক

সিলেট

নিজস্ব প্রতিবেদক : শনিবার এএসআই(নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত্রীকালীন স্পেশাল-২২ ডিউটি করাকালে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে জানতে পারেন যে, জালালাবাদ থানাধীন কসকালিকা ছয়ফুল এর খোলা চায়ের দোকানের সামনে কয়েকজন লোক টাকার বিনিময়ে প্রকাশ্যে অবৈধ ভাবে জুয়া খেলিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশে সঙ্গীয় অফিসারসহ উল্লেখিত ঘটনাস্থলে রাত ০১:১০ ঘটিকার সময় পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া বর্ণিত অসাামীগণ দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় আসামী ১। মোঃ আবুল মিয়া (৫৪) পিতা-মৃত হাজী জৈন উল্লাহ,সাং- যোগীরগাঁও, ২। ছয়ফুল ইসলাম(৪২) পিতা-মৃত লালা মিয়া, সাং-কসকালিকা, ৩। মোঃ নুরুল হক(৩৫) পিতা-মৃত সমশের আলী, সাং- কসকালিকা, ৪। মোঃ জামাল হোসেন(২৮) পিতা- তেরা মিয়া, সাং- কসকালিকা, ছনপাড়া, ৫। কবির উদ্দিন(৩৪) পিতা-মৃত জমির উদ্দিন, সাং- কসকালিকা, সর্ব থানা-জালালাবাদ, জেলা-সিলেটদের আটক করেন। তখন আটক আসামীদের হেফাজত হইতে (ক) ০১(এক) সেট জুয়া খেলার তাস, যাহার মধ্যে ৪৭ (সাতচল্লিশ) টি তাস রহিয়াছে। (খ) ০১টি বেতের পাটি, যাহা বিভিন্ন রং করা, যাহার দৈর্ঘ্য ৩ ফুট ৯ ইঞ্চি, প্রস্থ ২ ফুট ১০.৫ ইঞ্চি। (গ) জুয়া খেলার বোড হইতে নগদ মোট ১৮,৫৭০/- (আঠার হাজার পাঁচশত সত্তর) টাকা, যাহার মধ্যে ১০০০/- টাকার নোট ০৭টি, ৫০০/- টাকার নোট ১৮টি, ২০০/- টাকার নোট ০২টি, ১০০/- টাকার নোট ১৬টি, ৫০/- টাকার নোট ০৫টি, ২০/- টাকার নোট ০৪টি, ১০/- টাকার নোট ২২টি ও ০৫/- টাকার নোট ০৪টি উদ্ধার করলে সঙ্গীয় অফিসার এসআই(নিঃ) মোঃ আসাদুজ্জামান ২৩/০১/২০২১ খ্রিঃ তারিখ রাত ০১:৩০ ঘটিকায় উপরোক্ত ঘটনাস্থলে জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে এই সংক্রান্তে এএসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম বাদী হইয়া আটক ০৫ জন আসামীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-২৪, তাং-২৩/০১/২০২১খ্রিঃ, ধারা-১৮৬৭ সনের জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়। আটক আসামীদের বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়।


বিজ্ঞাপন