দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ এর নেতৃত্বে মঙ্গলবার এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে দুদক এনফোর্সমেন্ট টিম রামগতি উপজেলার চরগাজী, চরপোড়াগাছা বড়খেরী, চরআব্দুল্লাহ, চররমিজ, চর আলেকজান্ডার, চরআলগী ও চরবাদাম ইউনিয়ন পরিদর্শন করে। টিম জানতে পারে, ২০২০-২১ অর্থবছরে রামগতি উপজেলায় গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়নে প্রতিদিন ১৬২২ হারে ৪০ দিনে ৬৪৮৮০ জন শ্রমিকের বিপরীতে ১ কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ দেয়া সরকার। কাগজে-কলমে ১৬২২ জন শ্রমিকের নাম অন্তর্ভুক্ত থাকলেও প্রকৃত শ্রমিকরা মজুরি পেয়েছেন কী-না তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংক হিসাবসমূহের তথ্য সংগ্রহ প্রক্রিয়া শুরু করে দুদক টিম। তথ্যাবলি যাচাইপূর্বক অভিযোগের বিষয়ে কমিশনের সিদ্ধান্ত চেয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম।


বিজ্ঞাপন

দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট ইউনিট হতে ১২টি দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে। দপ্তরসমূহকে পত্র প্রাপ্তির ৩০ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণপূর্বক প্রতিবেদনের মাধ্যমে কমিশনকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।