মালিবাগে পুলিশের উপর হামলায় আইএসের ‘দায় স্বীকার’

অপরাধ এইমাত্র

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মালিবাগ মোড়ে বিস্ফোরণে এক পুলিশ সদস্যসহ দুজন আহত হওয়ার ঘটনায় আইএস দায় স্বীকার করেছে বলে খবর দিয়েছে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। গত রোববার রাত ৯টার দিকে মালিবাগে একটি গাড়িতে হঠাৎ বিস্ফোরণে ট্রাফিক পুলিশের এএসআই রাশেদা আক্তার (২৮) এবং রিকশাচালক লাল মিয়া (৫০) আহত হন। পরে মধ্যরাতে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে প্রকাশিত দায় স্বীকারের একটি আরবি বার্তায় বলা হয়, আল্লাহর ইচ্ছায় খেলাফতের সৈনিকরা ছদ্মবেশে ঢাকার মালিবাগে মুরতাদ পুলিশের দিকে বোমা ছুড়লে তিন জন আহত হয়েছে। যাবতীয় প্রশংসা আল্লাহর। এ ঘটনায় পুলিশে বিশেষ শাখার (এসবি) পক্ষ থেকে গতকাল সোমবার বিস্ফোরক আইনে পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের এডিসি শিবলি নোমান জানিয়েছেন। ট্রাফিক পুলিশের পূর্ব বিভাগের (সবুজবাগ) সার্জেন্ট এনামুল হক জানান, মালিবাগ মোড়ে দায়িত্বরত অবস্থায় পুলিশের গাড়ির পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা এএসআই রাশেদা ও রিকশাচালক আহত হন। রাশেদার বাঁ পায়ে ও রিকশাচালকের মাথায় আঘাত লেগেছে। আহত রাশেদা জানান, তিনি রাস্তায় দায়িত্বরত ছিলেন। এ সময় একটি ককটেল তাঁর পাশেই বিস্ফোরিত হয়। এতে তাঁর পায়ে আঘাত লাগে। পাশে পুলিশের গাড়ির পেছনে কিছুটা আগুন ধরে যায়। আগুন ধরে যাওয়া পুলিশের গাড়ির চালক কনস্টেবল শফিক বলেন, ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা কী যেন ছুড়ে মারে। এতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। এ সময় আশপাশের দালানের গ্লাসও ভেঙে গেছে। আহত রিকশাচালক লাল মিয়া (৫৫) জানান, তাঁর বাসা তেজকুনিপাড়ায়। রিকশা নিয়ে মালিবাগ মোড়ে বসে ছিলেন। এমন সময়ে বিস্ফোরণ হয়। এতে তাঁর মাথায় আঘাত লাগে। তবে কাউকে দেখেননি তিনি। এ ঘটনার পর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঢাকায় দায়িত্বরত সব পুলিশ সদস্যদের উদ্দেশে সতর্কতা জারি করা হয়। এর আগে গত ৩০ এপ্রিল গুলিস্তানে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোঁড়া হয়েছিল। তখন জঙ্গি গোষ্ঠী আইএসের নামে দায় স্বীকারের বার্তাও এসেছিল। তখন পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছিল; তবে তার কোনো অগ্রগতি আর জানানো হয়নি।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *