ময়মনসিংহের প্রথম মেয়র ও কাউন্সিলরদের শপথ

এইমাত্র জাতীয় ময়মনসিংহ

নিজস্ব প্রতিবেদক : শপথ নিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত প্রথম মেয়র ইকরামুল হক টিটু ও কাউন্সিলররা। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা শপথ নেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইকরামুল হক টিটু শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আর ১১ সংরক্ষিত ওয়ার্ডের নারীসহ ৪৪ কাউন্সিলরকে শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব এমএস গোলাম ফারুকের পরিচালনায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সংসদে বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী প্রমুখ। গত বছরের অক্টোবরে দেশের ১২তম সিটি করপোরেশন হিসেবে ময়মনসিংহ সিটি করপোরেশনের গঠিত হয়। এরপর নির্বাচন কমিশন ৫ মে ভোটের দিন রেখে নতুন এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের তফসিল ঘোষণা করে। মেয়র পদে আওয়ামী লীগের প্রতীক নৌকার প্রার্থী হন ইকরামুল হক টিটু। জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তিনি সরে দাঁড়ালে ইকরামুলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। এরপর গত ৫ মে ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট হয়। এসব কাউন্সিলর পদে প্রতিদ্বন্দিতা করেন ২৭২ জন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *