প্রতারনার মামলায় গ্রেফতার ৩

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার মামলা নং-১৬, তাং-১১/১০/২০২০ ইং, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড এর প্রতারনার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামী ০১। মোঃ সুরুজ্জামান মিয়া@ সুরুজ মিয়া @ হাজি কামাল @ ফয়সাল (৫১),পিতা- রেজাক মাষ্টার, ০২। হাবিবুর রহমান @ দিপু @ শরীফুল ইসলাম (২৫),পিতা- আজগর আলী,০৩। রিনা বেগম @ জামিলা বেগম(৩৫),পিতা- সুন্দর আলী দের তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টিম সিআইডি নোয়াখালী, সিআইডি ঢাকা মেট্রো(ইস্ট) এর সহায়তায় ঢাকার মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালানা করে গ্রেফতার করতঃ ১৩/০২/২০২১ ইং তারিখঃ প্রয়োজনীয় ফরোয়াডিং সহকারে পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


বিজ্ঞাপন

আসামীগং পরস্পর যোগসাজসে ফার্নিচার ব্যবসায়ী বাদীর সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে এক কোটি টাকার ফার্নিচার বানানোর কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে অভিনব কায়দায় পনের লক্ষাধিক টাকা প্রতারনা মূলক আত্মসাৎ করে। এখন পর্যন্ত তাদের প্রতারনার শিকার এরকম অন্ততঃ ৪ জনকে পাওয়া গেছে। তাদের কাছ থেকে বর্নিত প্রতারকগং প্রায় এক কোটি তের লক্ষাধিক টাকা প্রতারনা মূলক আত্মসাৎ করে। প্রতারক চক্রের অপরাপর সদস্যদের সনাক্তকরণ এবং গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।