৮০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

অপরাধ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের সার্বিক নির্দেশনায় ও পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম ১৩/০২/২০২১ ইং তারিখ রাত আনুমানিক আট ঘটিকায় রামু থানাধীন তেচ্ছিপুল এলাকায় অভিযান চালিয়ে মো: ফরিদ আলম,( ২৬), পিতা – আব্দুল খলিল, মাতা -রহিমা খাতুন, সাং-কচুবুনিয়া পাড়া , ওয়ার্ড নং -০৭, ইউপি -টেকনাফ সদর, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার ও পারভিন আক্তার (৩৮),স্বামী – ছৈয়দ আহম্মদ, মাতা – আয়েশা সিদ্দিক,সাং- বড় হাবিব পাড়া, ওয়ার্ড -০৩, ইউপি- টেকনাফ সদর, থানা- টেকনাফ, জেলা – কক্সবাজার নামীয় দুইজন মাদক ব্যবসায়ীকে মোট ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে । উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব জীবন বড়ুয়া বাদী হয়ে আটককৃত ব্যক্তিদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রামু থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
একই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোঃ তায়রীফুল ইসলামের নেতৃত্বে বিকেল আনুমানিক তিন ঘটিকায় কক্সবাজার সদর মডেল থানাধীন কলাতলী বীচ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহজাহান (৩০)পিতা :মৃত নুর ইসলাম, মাতা-ইসলাম খাতুন, সাং- বালুখালি ক্যাম্প, ক্যাম্প নং- 8 W, ব্লক নং- FW 64, মাঝি – মোহাম্মদ আলী,হেড মাঝি- মোহাম্মদ ছৈয়দ,থানা-উখিয়া,জেলা -কক্সবাজার (মায়ানমারের নাগরিক) নামীয় মাদক বিক্রেতার কাছ থেকে ২০০০ (দুই হাজার ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় । উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব মোঃ তায়রীফুল ইসলাম বাদী হয়ে আটককৃত ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এছাড়া ১৩/০২/২০২১ ইং তারিখ সকাল আনুমানিক সাড়ে দশ ঘটিকায় আরেকটি অভিযানে কলাতলী বীচ রোড়স্থ সায়মন হোটেলের সামনে হতে আবদুল খালেক (৩৪), পিতা- রহিম বকশু,মাতা-কুনছুমা বেগম, সাং-পূর্ব রংগী খালি,দক্ষিণ হ্নিলা, ০৭ নং ওয়ার্ড, ডাকঘর-রংগী খালী,থানা-টেকনাফ, জেলা -কক্সবাজার নামীয় মাদক বিক্রেতাকে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে আটককৃত ব্যক্তিকে আসামি করে কক্সবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।


বিজ্ঞাপন