জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্রিকেট খেলা উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা

চট্টগ্রাম

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) শ্যামল কুমার নাথ। তিনটি ওডিএম ও একটি চারদিনের টেস্ট ম্যাচ খেলতে আগামী ১৮ ফেব্রুয়ারী, ২০২১ খ্রী. চট্টগ্রাম আসছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ইমার্জিং টীমস ক্রিকেট দল। সভায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ও কার্যক্রম সংক্রান্তে আলোচনা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিসিবি, ফায়ার সার্ভিস, র‍্যাব, এপিবিএন, এনএসআই, ডিজিএফআই, বিআরটিএ, সিএমসিএইচ, বিপিডিপি, রেডিসন ব্লু, পেনিনসুলা ইত্যাদি সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।