স্বাধীনতার ৫০বৎসর পর এই প্রথম বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

সারাদেশ

মোস্তাফিজুর রহমান,সরিষাবাড়ী : স্বাধীনতান ৫০ বৎসর পর এই প্রথম বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি,শিক্ষক মন্ডলী ও ছাত্রীরা বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। জামালপুরের সরিষাবাড়ী পোরসভার প্রাণ কেন্দ্রে অবস্হিত ঐতিহ্যবাহী সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়।বিদ্যালয় সূত্রে জানা যায়,বিদ্যালয়টি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কোন শহীদ মিনার ছিলনা।স্হানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এর উদ্যোগে ২০১৯ -২০২০ অর্থ বৎসরে জেলা পরিষদের অর্থায়নে শহীদ মিনারটি নির্মিত হয়েছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন বলেন,আমি ২০১৫ সালে অত্র বিদ্যালয়ে যোগদান করি।যোগদানের পরে কোন শহীদ মিনার ছিলনা।বর্তমান সরকার ও বর্তমান সভাপতির উদ্যোগে ভাষা শহীদদের সম্মানে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে।আজ আমি সকলকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে পেরে অত্যন্ত আনন্দিত।
এ ব্যাপারে বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদা বলেন,এটি একটি দুঃখ জনক ঘটনা ছিল যে বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০বৎসর পরেও কোন শহীদ মিনার নির্মিত হয় নাই যেখানে গুরুত্ব পূর্ণ অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ সভাপতির দায়িত্ব পালন করে গেছে।২১ শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙ্গালি জাতির রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা মানুষের ভেতর জাগ্রত করে ছিল।ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।শহীদ মিনারটি নির্মাণ করার জন্য মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডাঃমুরাদ হাসান এমপি এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


বিজ্ঞাপন