ওভার ইনভয়েসে অর্থপাচার অনুসন্ধানে দুদকের কমিটি

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : বিদেশ থেকে আমদানি করা কম দামের পণ্য ওভার ইনভয়েসের মাধ্যমে বেশি দাম দেখিয়ে অর্থপাচারের ঘটনা অনুসন্ধান করতে চার সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সোমবার দুপুরে দুদক সচিব ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘দেশের কতিপয় গার্মেন্টের মালিক ইনভয়েস জালিয়াতির মাধ্যমে বছরে ৬৪ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে একটি অভিযোগ আমরা পেয়েছি। সেই অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।’
আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘ওই অভিযোগে আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে ১৭৫ কোটি টাকা পাচারের অভিযোগ ছিল। সেটিও আমাদের অনুসন্ধান কমিটি তদন্ত করছে। এসব বিষয়ে এনবিআর আমাদের সহযোগিতা করছে। আমরা এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট থেকেও তথ্য নিয়ে এ বিষয়ে কাজ করছি।’
আরেক প্রশ্নের উত্তরে দুদক সচিব বলেন,‘প্রধান নির্বাচন কমিশনারসহ ইসির কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ যাচাই-বাছাই করছে দুদক।’


বিজ্ঞাপন