আড়াই হাজার ফ্ল্যাট পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : আগামী জুনেই আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত প্রায় আড়াই হাজার ফ্ল্যাট পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার রাজধানীর আজিমপুরে নির্মাণাধীন ১৭টি আবাসিক ভবন পরিদর্শনে গিয়ে এ কথা জানান গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।
তিনি জানান, আগামী মের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাস্তবায়নাধীন আবাসন প্রকল্পের কাজ শেষ হবে। জুন থেকে শুরু হবে হস্তান্তর কার্যক্রম।
এ সময় তিনি জানান, রাজধানীর আজিমপুর, মিরপুর, মালিবাগ ও মতিঝিলে সব মিলিয়ে ২ হাজার ৪১৬টি ফ্ল্যাট নির্মিত হচ্ছে। প্রকল্পের জন্য ৯৯০ কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও ব্যয় হচ্ছে ৯৩৬ কোটি টাকা।


বিজ্ঞাপন