বিএসটিআই’র অভিযান

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি : রোববার ট্যাংকলরি ও আণ্ডারগ্রাউণ্ড ট্যাংকের সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ এবং ডিসপেন্সিং ইউনিটের ভেরিফিকেশন সার্টিফিকেট গ্রহণ না করার অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা জেলার যাত্রাবাড়ী এবং জুরাইন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহের মধ্যে ঢাকা জেলার যাত্রাবাড়ী এলাকায় অবস্থিত সিফাত সিএনজি ফিলিং স্টেশন কোং লিঃ-কে ৫০,০০০/- (পঞাশ হাজার মাত্র) টাকা এবং জুরাইন এলাকায় অবস্থিত এস আহমেদ ফাউন্ডেশন ফিলিং স্টেশন-কে ২০,০০০/- (বিশ হাজার মাত্র) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এছাড়াও যাত্রাবাড়ী এলাকায় অবস্থিত গোমতী ফিলিং ষ্টেশন এন্ড সার্ভিস সেন্টার লিঃ-এ জ্বালানী তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়।উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান -এর নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক (মেট্রোলজি) সঞ্জয় কুমার সরকার এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ শাহজাহান অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় মহানগরীর মিরপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে (১) টুয়েলভ ক্লথিং লিঃ, ২/ডি, প্লট-৬৬, ৬৬/১, চিড়িয়াখানা রোড, মিরপুর-২, ঢাকা ও (২) কান্ট্রি বয় (প্রাঃ) লিঃ, মাল্টিপ্লান রেড ক্রিসেন্ট সিটি, চিড়িয়াখানা রোড, মিরপুর-১, ঢাকা কর্তৃক কাপড়ের রং এর স্থায়ীত্ব (শাট, প্যান্ট, পাঞ্জাবী ও থি-পিস) পণ্য অবৈধভাবে উৎপাদন, বিক্রয়, বিতরণ, বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১/৩১ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত উভয়কে ১,০০,০০০/- টাকা করে সর্বমোট ২,০০,০০০/- জরিমানা করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মোঃ শরীফ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) উপস্থিত ছিলেন।