৭০বছর যাবৎ বসবাসকারীদের ভিটেবাড়ি উচ্ছেদে বিক্ষোভ

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : ৭০বছর যাবৎ বসবাসকারীদের ভিটেবাড়ি উচ্ছেদে বিক্ষোভ করছে এলাকাবাসী। সিরাজগঞ্জ জেলা শহরের পিটিআই রোড এর পাশের মহল্লার নাম কুল গোয়ালা। এখানেই দীর্ঘ ৭০বছর যাবত বসবাস করে আসছে প্রায় ২০০টি পরিবার। গত সপ্তাহে হঠাৎ করে এই এলাকায় বিআইডব্লিউটিসির মাইক, তিন দিনের মধ্যে পুরা এলাকা খালি করতে হবে। এ ঘোষণায় হতবিহ্বল হয়ে পড়েছে পুরা এলাকা। অসহায় হয়ে পড়েছে 200 পরিবার। ইতিমধ্যে তারা সংগঠিত হয়ে জেলা প্রশাসককে উচ্ছেদ না করতে প্রয়োজনে তাদের পুনর্বাসন না করা পর্যন্ত যাতে তাদের উচ্ছেদ করা না হয় এনিয়ে স্মারকলিপি প্রদান করেছে। গতকাল এবং আজ সকালে এলাকাবাসী শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলের নেতৃত্ব দানকারী শরীফ নামে এক জন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে ভূমিহীনদের ঘর তুলে দিচ্ছে সেখানে বাপ-দাদার ভিডিও থেকে আমাদের উচ্ছেদের নোটিশ দিচ্ছে সরকারের প্রতিষ্ঠান এটা আমাদের কাছে বোধগম্য না। মিছিলে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চান। তাদেরকে পুনর্বাসন না করা পর্যন্ত তারা তাদের বাপ দাদার পিঠে থেকে উচ্ছেদ হবেন না বলে ঘোষণা দেন।


বিজ্ঞাপন