৭ মার্চের ভাষন নিয়ে মোহাম্মদপুর থানায় আলোচনা সভা

জাতীয় রাজধানী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশের উদ্যোগে বঙ্গবন্ধুর ৭’ই মার্চের ভাষন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় ঢাকা মেট্রো পলিটন পুলিশের (ডিএমপি) উর্ধ্বতন কর্মকর্তাসহ মোহাম্মদপুর থানার আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী সর্বপ্রথম বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার রাজারবাগ পুলিশ লাইনে আক্রমন করেন। কারণ তারা ভেবেছিলো পুলিশ বাহিনীকে আঘাত করতে পারলে আমাদের এই দেশকে দখল করতে পারবে। কিন্তু তারা সফল হতে পারেনি। মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি পুলিশের অপরিসীম ভূমিকায় আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি।
প্রধান অতিথির বক্তব্যে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল বলেন, ৭ মার্চে বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল সমাবেশে ভাষণ দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পথ রচনা করেছিলেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটিকে ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভাষণটিকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বজুড়ে যেসব তথ্যভিত্তিক ঐতিহ্য রয়েছে সেগুলোকে সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্ম যাতে তা থেকে উপকৃত হতে পারে সে লক্ষ্যেই এ তালিকা প্রণয়ন করে ইউনেস্কো।
এছাড়াও উক্ত আলোচনা সভায় ডিএমপি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন (খোকন) ও ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান নুর ইসলাম রাষ্ট্রনসহ মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ সাত্তার, সাধারণ সম্পাদক মতিউর রহমান মিয়া চাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল সিদ্দিকী তুহিন, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম শাহীন সহ আওয়ামীলীগের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈমুল হাসান রাসেলের নেতৃত্বে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
৭ ই মার্চের আলোচনায় সবার আগে উটে আসে বঙ্গবন্ধুর সেই ভাষন,এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।


বিজ্ঞাপন