রাজউক কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

অপরাধ আইন ও আদালত এইমাত্র

নিজস্ব প্রতিবেদক : উত্তরা মডেল টাউনের একটি প্লট আত্মসাতের অভিযোগে রাজউকের সাবেক তত্ত্বাবধায়ক (আইন) মো. মেরাজ আলীসহ সাতজনের বিরুদ্ধে মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। বৃহস্পতিবার এ অনুমোদন দেয়া হয়।
অভিযোগের বিবরণে বলা হয়, পরস্পর যোগসাজশে উত্তরা মডেল টাউনের ৫ নং সেক্টরের ৯-সি নং রোডের ১ নং প্লটের মালিকানার বিষয়ে বিজ্ঞ আদালতে বিচারাধীন মামলা সংক্রান্ত রাজউকের আইন শাখায় খোলা নথির বিষয়টি পাস কাটিয়ে তথা বিচারাধীন মামলার বিষয়টি গোপন করে নামজারি অনুমোদন দেয়া হয়। এরপর তা বিক্রির মাধ্যমে বর্ণিত প্লটটি; যার আয়তন ২৮০ বর্গগজ আত্মসাৎ করার অভিযোগে ২০১৮ সালের ১৪ আগস্ট মতিঝিল থানায় মামলা করা হয়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান সিরাজ।
মামলায় আসামিরা হলেন- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক তত্ত্বাবধায়ক (আইন) মো. মেরাজ আলী। তিনি পরবর্তীতে সহকারী পরিচালক (এস্টেট) হন। বর্তমানে তিনি পিআরএল ভোগরত। বাকিরা হলেন- নুর জাহান বেগম (থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা) মোস্তফা জামান (থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা), মোস্তফা কামাল ( থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা), মোস্তফা মহসিন (থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা) মিজানুর রহমান (থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা), নিলুফা রহমান (থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা)।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *