জন্মদিনে ফুলেল শ্রদ্ধায় স্বাধীনতার মহানায়ককে স্মরণ

এইমাত্র জাতীয়

 

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারের পুষ্পস্তবক অর্পণের পর জনতার ঢল নেমেছে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। বাংলাদেশের স্বাধীনতার মহানায়ককে জন্মদিনে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করছে জাতি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বস্তরের লোকজন।
বুধবার সকালে জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মুজিব জন্মশতবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে আওয়ামী লীগের সবগুলো অঙ্গসংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। র‌্যাবের ডিজিসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশেনের মেয়র আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস শ্রদ্ধা জানান। এরপর সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন চলছে।


বিজ্ঞাপন