শিশু সামিয়া’র অভিভাবকের সন্ধান

সিলেট

নিজস্ব প্রতিবেদক : গত ১৬/০৩/২০২০খ্রি: বেলা অনুমান ১১:৩০ ঘটিকায় ভিকটিম সামিয়া (৬) পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-অজ্ঞাত জেলা-অজ্ঞাত দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলাস্থ ক্বীন ব্রীজের মুখে বসে কান্না-কাটি করার সময় জনৈকা মোছা: আছমা বেগম (৩৫) স্বামী- মোঃ লনছু মিয়া, সাং-লালাবাজার, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, বর্তমানে- শহীদ মিয়ার বাসা, জৈনপুর, শিববাড়ী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট তাহাকে দেখিতে পাইয়া কান্না করার কারণ জিজ্ঞাসা করিলে, সে কিছু বলিতে পারে না। শুধুমাত্র তাহার নাম সামিয়া বলে জানায়। অতঃপর মোছাঃ আছমা বেগম ভিকটিম সামিয়া (৬) এর নিরাপত্তার স্বার্থে তাহাকে নিজের বর্তমান ঠিকানার বাসায় নিয়ে যান। মোছা: আছমা বেগম ১৭/০৩/২০২১খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকায় ভিকটিম সামিয়া সহ তাহার স্বামী মোঃ লনছু মিয়া (৩৬) এবং তাহাদের মেয়ে সুমনা আক্তার (১২) থানায় আসে। তখন ভিকটিম সামিয়া’কে তাহার নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে, সে শুধুমাত্র নিজের নাম ব্যতীত অন্য কিছু বলতে পারে না। ভিকটিম সামিয়া বর্তমানে মোছা: আছমা বেগম স্বামী- মোঃ লনছু মিয়া, সাং-লালাবাজার, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, বর্তমানে- শহীদ মিয়ার বাসা, জৈনপুর, শিববাড়ী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট এর অধীনে লালন-পালন হইতেছে।


বিজ্ঞাপন