বঙ্গবন্ধু উৎসব ২০২১ অনুষ্ঠিত

সিলেট

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে এর জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা অডিটোরিয়াম রিকাবী বাজার এ জেলা পরিষদ সিলেটের আয়োজনে ও জেলা প্রশাসন সিলেটের সহযোগিতায় এডভোকেট মো : লুৎফুর রহমান চেয়ারম্যান জেলা পরিষদ সিলেট এর সভাপতিত্বে বঙ্গবন্ধু উৎসব ২০২১ এর ২য় দিনে সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এসএমপি পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা : মাের্শেদ আহমদ চৌধুরী উপাচার্য্য সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রধান বক্তা ছিলেন পাভেল রহমান একুশে পদক প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো সাংবাদিক। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন মো : ফজজুল কবীর পরিচালক স্থানীয় সরকার বিভাগ সিলেট, মাে : শফিউল আলম চৌধুরী নাদেল সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, অধ্যাপক মো : জাকির হােসেন সাধারণ সম্পাদক সিলেট মহানগর আওয়ামীলীগ, জনাব ইকবাল সিদ্দিকী সভাপতি সিলেট প্রেস ক্লাব, বাপ্পা ঘােষ চৌধুরী সভাপতি ইমজা সিলেট, নীলাঞ্জনা জুঁই সাধারণ সম্পাদক বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা সিলেট বিভাগ। বর্ণিল সাজে শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর গৌরবময় জীবনের বিভিন্ন অংশে আলোকপাত করেন এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে স্বাধীনতার চেতনায় উন্নয়নের অগ্রযাত্রায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।


বিজ্ঞাপন