ডিএমপির ডিসি-এসি পদমর্যাদার চার কর্মকর্তার পদায়ন

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার দুজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসানকে ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলামকে গোয়েন্দা তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে সহকারী পুলিশ কমিশনার মো. মাহিন ফরাজীকে গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার এবং উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশেন বিভাগের সহকারী পুলিশ কমিশনার জয়ীতা দাসকে লজিস্টিকস্ বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।


বিজ্ঞাপন