হোটেল ফারস থেকে বিদেশি মদ উদ্ধার

অপরাধ রাজধানী

নিজস্ব প্রতিবেদক : পুরানা পল্টনের হোটেল ফারসে এক বিশেষ অভিযানে প্রায় চার হাজার বোতল বিভিন্ন ব্র্যান্ডের দেশী বিদেশি মদ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।


বিজ্ঞাপন

রোববার (২১ মার্চ) সন্ধ্যায় শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিতত হয়। অভিযানে হোটেলের দ্বিতীয় তলায় অবস্থিত বারের ডেস্ক ও স্টোর এবং লেভেল ১৩ এর জরুরী বহির্গমনের সিঁড়ির নিকটে একটি কক্ষ হতে লুকিয়ে রাখা ৫৮৫ বোতল বিভিন্ন ব্র‍্যান্ডের বিদেশী মদ, ৩ হাজার ১২৮ ক্যান বিদেশী বিয়ার ও ১৯১ বোতল দেশী বিয়ার আটক করা হয়।

অভিযান পরিচালনাকালে হোটেল কর্তৃপক্ষ বারের লাইসেন্স, মদ আমদানী করার লাইসেন্স বা মদ ও বিয়ার ক্রয়ের কোন চালান বা নথি প্রদর্শন করতে পারেনি বিধায় উল্লিখিত পণ্যাদি আটক করা হয়।

আটক পণ্য কাস্টম হাউস, ঢাকার গুদামে জমা করার প্রক্রিয়া চলছে।