অগ্নিকান্ডের পেছনে কারো দুরভিসন্ধি থাকলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকা-ের ঘটনার পেছনে কারও দুরভিসন্ধি (অসৎ উদ্দেশ্য) থাকলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাফেলতি ছিলো কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
দুপুর পৌনে ২টার দিকে মন্ত্রী হেলিকপ্টারযোগে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। ক্যাম্প এক্সটেনশন-৪ এর হেলিপ্যাডে অবতরণের পর তিনি আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
মন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি র‌্যাবের তত্ত্বাবধানে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে পোশাক বিতরণ করেন।
এ সময় মন্ত্রীর সাথে ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত প্রমুখ।


বিজ্ঞাপন