দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নীলফামারী জেলা কার্যালয়ের সেকশন অফিসারের বিরুদ্ধে নদী খনন প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, রংপুর-এর উপ-সহকারী পরিচালক এ কে এম নূরে আলম সিদ্দিক-এর নেতৃত্বে আজ (২৫-০৩-২০২১ খ্রি.) একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযোগের সত্যতা উদঘাটনের লক্ষ্যে দুদক টিম সরজমিনে উক্ত অফিস এবং সম্পূর্ণ প্রকল্প এলাকা পরিদর্শনপূর্বক প্রাথমিক তথ্যপ্রমাণ সংগ্রহ, দলিলপত্র পরীক্ষা ও তথ্যানুসন্ধান করেছে। অভিযোগের ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ক্ষেত্রে কোন অনিয়ম সংঘটিত হয়েছে কিনা এ বিষয়ে অধিকতর নিশ্চিত হওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও তথ্য প্রমাণসমূহ পরীক্ষা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।


বিজ্ঞাপন

এছাড়া, দুদকের এনফোর্সমেন্ট ইউনিটে আগত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে অবহিত করে মোট ১০টি দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে।