ত্রিমুখী সংঘর্ষের পর বিস্ফোরণ, নিহত ১৭

রাজশাহী

নিজস্ব প্রতিনিধি : রাজশাহীতে বাস, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়ে বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালির রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় যানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, বাস, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ ১১ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে ৬ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, হানিফ পরিবহনের একটি বাস রাজশাহী থেকে ঢাকার দিকে আসছিলো। একই সময় একটি মাইক্রোবাস রাজশাহীর দিকে আসছিল। কাটাখালি এলাকায় দুটি গাড়ির সঙ্গে একটি লেগুনার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়।