সরিষাবাড়ীতে যুবক-যুবমহিলাদের ড্রাইভিং প্রশিক্ষণ সমাপ্ত

সারাদেশ

সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে আত্ননির্ভরশীল হিসেবে গড়ে তোলার জন্য সমাজ সেবা অধিদপ্তর ও জি আরইএস এর বাস্তবায়নে বেকার যুবক -যুবমহিলাদের ড্রাইভিং প্রশিক্ষণ-৭মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ২১ দিনের এ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে মা-বাবার দোয়া কার ড্রাইভিং ট্রেনিং সেন্টারের প্রোঃ মোঃ হাসান আলী, মা-বাবার দোয়া রেন্ট-এ কার এর প্রোপাইটার মুকুল মিয়া যত্নসহকারে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ প্রদানে সার্বিক পরিচালনা প্রতিষ্ঠান প্রগ্রেস( একটি সমাজ উন্নয়নমুলক সংস্থা)জামালপুর।
প্রশিক্ষণে ৬টি ব্যাচে ৬টি গাড়ীতে এ প্রশিক্ষণ দেয়া হয়। বাউসী টু কেন্দুয়া রোড ও সরিষাবাড়ী কলেজ মাঠে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। এ ছাড়াও কম্পিউটারে ৩০ জনের একটি ব্যাচ প্রশিক্ষণ সমাপ্ত করা হয়েছে। প্রশিক্ষণে ২২৪ জনের আবেদন রয়েছে। পর্যায়ক্রমে ব্যাচ অনুযায়ী প্রশিক্ষণ অব্যাহত থাকবে বলে জানা গেছে। ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণের সম্মানী ভাতা ও সনদ বিতরণ করা হবে। জামালপুর জেলার সরিষাবাড়ী’র ১৮০ জন এ ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহন করেন।


বিজ্ঞাপন