চুনারুঘাটে সাংবাদিকের জমি ও ঘর দখলের চেষ্টায় ভূমিদস্যু কাহহার বাহিনী

সারাদেশ

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সেক্রেটারী শেখ হারুনুর রশিদের ক্রয়কৃত ৮শতক জমি দখলের চেষ্টায় তৎপর ভুমিদস্যু কাহহার বাহিনী।জানাযায়,উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের ভূমিদস্যু কাহহার উদ্দিন(৪৭) ও তাঁর বাহিনী দীর্ঘদিন যাবত ওই এলাকার অনেকের মালিকানা জমি জোরপূর্বক দখল ও দখলের চেষ্টা চালিয়ে আসছে।কাহহার ও শেখ হারুনের বাড়ি একই গ্রামে অবস্থিত।উল্লেখিত ৮ শতক জমি কাহহারের বাড়ি ঘেষে থাকায় ওই জমিটিও অবৈধভাবে জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে কাহহার বাহিনী।যে বিষয়টি একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করেন স্থানীয় মুরুব্বীয়ানরা।কিন্তু কাহহার বাহিনী একাধিক শালিস বৈঠকের সকল প্রকার রায় প্রত্যাখ্যান করে।কাহহারের এমন এহেন কার্যক্রমে প্রায় ব্যর্থ হয়ে কাহহার বাহিনী বিচার শালিস প্রত্যাখ্যান করেছে মর্মে একটি শালিসী বৈঠকনামায় সাক্ষর করেন মুরুব্বীয়ানরা।


বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে শেখ হারুন তাঁর নিজ মালিকানা ও ভোগ দখলীয় ওই জমির উপর নির্মিত টিনসেডের ঘর ও গাছপালা দেখতে যান।সেখানে গিয়ে তিনি দেখতে পান কয়েকজন মহিলাসহ কাহহার বাহিনীর লোকজন শেখ হারুনের ঘরটি ভেঙ্গে ফেলছে বলে জানান হারুন।তাৎক্ষনিক চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম আলী আশরাফকে বিষয়টি অবগত করলে সাথে সাথে এসআই আবু বক্কর-এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যান।ঘটনাস্থলে পুলিশ যাওয়ামাত্র কাহহার বাহিনীর প্রধান কাহহার উদ্দিন ঘটনার মোড় পাল্টে দিয়ে শুরু করে দেয় নানা নাটকীয়তা।পুলিশ ভ্যানের বাঁশির শব্দ শুনে ভেঙ্গে ফেলা ঘরটির অংশটুকু তড়িগড়ি করে মেরামত করার চেষ্টা করে।এবং বলতে থাকে ঘরটি তার।

এ ব্যাপারে এসআই আবু বক্কর জানান,পূর্বে নির্মিত ঘর শেখ হারুনের।ঘর ও উল্লেখিত জমি দখল করতে কাহহার কয়েকজন মহিলাসহ ঘরে প্রবেশ করে।শেখ হারুন জানান,তিনি বাদী হয়ে গত বুধবার কাহহার উদ্দিন(৪৭),মোস্তাহিদ মিয়া(৩৮),মোঃ মোশাহিদ মিয়া(২০),মোঃ মোজাহিদ মিয়া(২৩),মোছাঃ আয়েশা আক্তার(৩২),মোছাঃ আউলিয়া বেগম(৪৩),মোছাঃ শরীফা আক্তার(৩০)সহ ৭ জনের নাম উল্লেখ করে আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করেন।আদালতে মামলা দায়েরের পরেও কাহহার বাহিনী জোরপূর্বক হারুনের ঘর ও জমি দখলের চেষ্টা করে।যে বিষয়টি নিয়ে শেখ হারুন ও তার পরিবার রীতিমতো হতাশাগ্রস্থ।এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।