টিলা কাটার প্রতিবাদ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক ক্লীন সিলেটের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মোহন আহমেদকে প্রাণনাশের হুমকি। এ ঘটনায় তিনি গত ৩ মার্চ শনিবার সিলেট মডেল কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন সাংবাদিক মো. মোহন আহমেদ। যার নং-২৬৬ (৩.৪.২০২১ইং)। সদর উপজেলা ৫নং টুলটিকর ইউনিয়ন বালুচর আল্ ইসলাহ্ এলাকার বাসিন্দা। বর্তমানে রায়নগর দর্জিবন এলাকায় বসবাস করছেন। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক রিপোর্টার্স ক্লাব সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক, দৈনিক সিলেটের দিনরাত, দৈনিক সিলেটের সময়, সিলেট ফোকাস টিভি প্রতিনিধি ও ক্লীন সিলেট সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, শনিবার রাতে ৮টা ১৪ মিনিটের দিকে গাজী রহমান ফেইসবুক আইডি থেকে মোহনকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। বালুচর এলাকায় যদি মোহনকে, কখনও তার সামনে পড়েন সে মোহনের হাত কেটে দেবে, আর সে তার দুই চোখ অন্ধ করে দেবে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে মেসেজ পাঠায়।


বিজ্ঞাপন

এদিকে সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দৈনিক সিলেটের সময়, দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার প্রধান বার্তা সম্পাদক, ক্লীন সিলেট সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাংবাদিক বদরুর রহমান বাবর। তিনি দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।-বিজ্ঞপ্তি