মাদকসহ গ্রেফতার ২

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : ০৫/০৪/২০২১খ্রিঃ এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ এয়ারপোর্ট থানা এলাকায় রাত্রিকালীন টহল ডিউটি করাকালীন রাত অনুমান ২১:৫৫ ঘটিকার সময় গোপন সংবাদ প্রাপ্ত হন যে, এয়ারপোর্ট থানাধীন বড়শালাস্থ সুলভ বারবিকিউ এন্ড টি হাউজ এর সামনে ০২ জন লোক মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই সহ মাদক উদ্ধারের নিমিত্তে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল এয়ারপোর্ট থানাধীন বড়শালাস্থ সুলভ বারবিকিউ এন্ড টি হাউজ এর সামনে পাকা রাস্তার উপর পৌছালে উক্ত স্থানে থাকা আসামী ১। আদনান বাশার(২১), পিতা-আব্দুস শহীদ, সাং-দক্ষিণ কামলাবাজ, থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে সাং-বাসা নং-৮(৬ষ্ঠ তলা), চৌকিদেখী, থানা-এযারপোর্ট, জেলা-সিলেট, ২। হৃদয় বড়–য়া শাওন (২১), পিতা-সঞ্জীব কান্তি বড়–য়া, সাং-পিংগলা, থানা-পুটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে সাং-তেলিয়াপাড়া (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কোয়াটার), থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জ’রা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদেরকে আটক করেন। আটককৃত আসামীদেরকে দৌড়ে পালানোর কারণ জিজ্ঞাসা করলে তারা কোন সন্তোষজনক জবাব দিতে না পারায় এবং তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তথায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত বৈদ্যুতিক ও টহল গাড়ীর হেডলাইটের আলোতে ধৃত আসামীদের দেহ তল্লাশি করে ১নং আসামী আদনান বাশার (২১) নিজ হাতে বের করে দেওয়া মতে তার সাথে থাকা ০১টি কালো রংয়ের এডিডাস ব্যাগে রক্ষিত বাংলাদেশে উৎপাদিত ০১(এক) বোতল মদ যার বোতলের গাঁয়ে ইংরেজীতে ‘‘কারিউস ইমপেরিয়াল হুইসকি’’ লেখা সহ অন্যান্য লেখা আছে ,উদ্ধার পূর্বক ০৫/০৪/২০২১ খ্রিঃ তারিখ ২২:২৫ ঘটিকার সময় জব্দ তালিকা প্রস্তুত করতঃ জব্দ করেন এবং জব্দতালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ পূর্বক গ্রেফতারকৃত আসামীদের ও জব্দকৃত আলামত মাদকদ্রব্য (মদ) হেফাজতে নিয়ে থানায় এসে এজাহার দায়ের করলে এয়ারপোর্ট থানার মামলা নং-০৯, তাং-০৫/০৪/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(ক)/৪১ রুজু হয়। মামলা তদন্ত অব্যাহত আছে।


বিজ্ঞাপন