অপেক্ষার প্রহর

সাহিত্য

সুকর্মা চৌধুরী
অপেক্ষার প্রহর আজ থেকে শুরু হল….
দিন গুনছি কবে শেষ হবে এই নিথর সময়।
অসাড় হয়ে পড়েছি, চলার শেষ শক্তি টুকু হারিয়ে ফেলেছি। জানিনা এই পথে কত বাধা, কতটা অমসৃণ এই পথ…!
তবুও আমাকে পাড়ি দিতে হবে এই পথ, তাই ক্ষীণ আশা নিয়ে,
বিন্দু পরিমাণ সাহস নিয়ে, এক মুঠো ভালোবাসা নিয়ে,
হাজারও কষ্ট নিয়ে চলেছি আমি….!


বিজ্ঞাপন

চোখের জল শুকিয়ে গেছে কাঁদতে পারি না আমি আর,
বুকের পাঁজর গুলো সঙ্কুচিত হয়ে আসছে,
হৃদয় ফেটে গরম রক্ত বেরিয়ে যাচ্ছে,
ক্রমেই মনে হচ্ছে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাবে এখনি।
ভয়ানক চাঁপা যন্ত্রনা চেপে ধরে রেখেছে আমাকে,
একদম শুন্য মনে হচ্ছে নিজেকে,
তবুও আঁকড়ে ধরেছি এই শুন্যকেই….!!

অনেক ভালোবাসি তোমায়,
হয়তো তোমার থেকে একটু বেশি অথবা একটু কম,
তবে আমার জীবনের চেয়ে অনেকটা বেশি।
হঠাৎ বিনা মেঘে বজ্র পাতের মত আমার আকাশে বজ্র পাত হল, তুমি বললে তুমি আসবে…
আমি এক পাগলের মত ছট ফট করে তোমার জন্যে অপেক্ষা করছি..
হঠাৎ ঝড় শুরু হল রূপকথার দানবের মত,
তুমি আসলেনা,
তোমার প্রস্থান যেন ঠিক এ রকমই …

যে চলে যেতে চায় তাকে যেতে দাও,
সে যদি কখনো ফিরে আসে বুঝবে সে তোমার
আর যদি সে কখনো ফিরে না আসে, বুঝবে সে কখনই তোমার ছিলোনা”
শুধু এই আশায় এক বুক স্বপ্ন নিয়ে তোমার অপেক্ষায় থাকবো আমি..
মৃত্যু অবধি এবং এর পরও….!!!