ভোতা অনুভূতি

অন্যান্য বিবিধ

মোস্তাফিজুর রহমান : জীবনের প্রতি অসীম মমতা সকলেরই রয়েছে। জীবনকে নানা রঙে রাঙিয়ে ভিন্নভিন্ন আঙ্গিকে উপভোগ করার বাসনা সকলেই অন্তরে লালন করে। জীবনের পরিসীমাকে ছকের বাইরে নিয়ে জীবনবোধের তারতম্য অনুভব করার অভিপ্রায় অনেকেরই রয়েছে। জীবনকে নিয়ে এত আয়োজন প্রতিটি মানুষের সহজাত প্রবৃত্তি। এত কিছুর পরেও জীবনকে নিয়ে অতিমাত্রায় ভাবতে নেই। কারণ জীবনের প্রতি অতিমাত্রায় নির্ভরশীলতা মানুষের অন্যান্য চেতনাকে অবরুদ্ধ করে দেয় এবং জীবনের স্বাভাবিক প্রবাহে ছন্দপতন ঘটে বিধায় অল্প আঘাত ও স্বল্প প্রাপ্তিতে জীবনের প্রতি চরম ঘৃনা ও আস্থাহীনতা জন্ম নেয়।


বিজ্ঞাপন

এইতো প্রতিদিন অসংখ্য পরিচিত মানুষ ওপারে পাড়ি জমাচ্ছে কারণে অকারণে। শত চেষ্টা করেও কিছুক্ষণের জন্য ফেরাতে পারছিনা ধরাধামের সুখানুভূতি নিতে। প্রতিটি মানুষের ইচ্ছাশক্তি সীমাহীন হলেও জাগতিক অবস্থানের সীমারেখার লাটাইটা স্রষ্টার হাতে। যতক্ষণ বেচে আছেন, ততক্ষণ জীবনের প্রতি মোহ কাটিয়ে অন্যের কল্যাণে মূল্যবান সময়টুকু ব্যয় করুন। কারণ জীবন তখনই অর্থবহ হয়, যখন মানুষ মানুষের জয়গান গায়। প্রতিটি মানুষের জীবনের শেষ ইচ্ছা যেন অন্যের কল্যাণে প্রজ্ঞায়িত হয়। বৈশ্বিক এই মহামারি থেকে আল্লাহ সকলকে সুরক্ষিত রাখুক।