অপহরন মামলার আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার

সিলেট

নিজস্ব প্রতিনিধি : আজ ১৬/০৪/২০২১ইং বেলা অনুমান ১৩.১০ ঘটিকার সময় ভিকটিমের ভাই (৩৩) থানা- জালালাবাদ, জেলা-সিলেট কর্তৃক অভিযোগ দায়ের এর প্রেক্ষিতে জালালাবাদ থানার মামলা নং-২১ তাং-১৬/০৪/২০২১ইং ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭ রুজু হয়। উক্ত মামলার বাদীর ছোট বোন ভিকটিম (১৭) গত ১২/০৪/২০২১ইং বেলা অনুমান ০১:০০ঘটিকার সময় অত্র জালালাবাদ থানাধীন আখালিয়া নতুন বাজারস্থ বিরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় এর সামনে পাকা রাস্তার উপর স্কুল হতে বাড়ী ফেরার পথে পাকা রাস্তার উপর পৌছালে আসামী জায়েদ মিয়া(২১) পিতা-মতিন মিয়া, সাং-রাউৎগাঁও উত্তরপাড়া, পোঃ বরমচাল, থানা- কুলাউড়া, জেলা-মৌলভীবাজার ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে আসামীর নিজ বাড়ীতে আটক করে রাখে এ মর্মে বাদীর অভিযোগে উল্লেখ করেন। পুর্বে ভিকটিম নিখোজের ব্যপারে ১৪/০৪/২০২১ইং জালালাবাদ থানার সাধারণ ডায়েরী নং-৫৬২ দায়ের করা হয় । এর প্রেক্ষিত বাদীর বোনকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায় জানতে পারেন যে, ভিকটিম (১৭) মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন রাউৎগাঁও এলাকায় আসামীর বাড়ীতে রয়েছে। তৎপ্রেক্ষিতে আজ ১৬/০৪/২০২১ইং তারিখ ভোর ০৪:৩০ ঘটিকার সময় জালালাবাদ থানার এসআই(নিরস্ত্র) নিহারেন্দু তালুকদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের সহায়তায় কুলাউড়া থানাধীন রাউৎগাঁও উত্তরপাড়া আসামীর বসত বাড়ী হতে ভিকটিমকে উদ্ধার সহ আসামীকে আটক করা হয়। আটক আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর ওসিসি বিভাগে প্রেরণ করা হয়েছে। বিষয়টি অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুল হুদা খান, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।


বিজ্ঞাপন