ঈশ্বর কে খুঁজে পাই নি

সাহিত্য

সুকর্মা চৌধুরী
ঈশ্বর কে নিয়ে কবিতা লিখবো ভেবেছিলাম
তাকে খুঁজে পাই নি,
রোজকার পত্রিকায় বিজ্ঞাপন ছাপালাম
ঈশ্বর কে খুঁজে পাই নি..!


বিজ্ঞাপন

বিশ্বাস করুন ঈশ্বর – পথশিশুর চিৎকারে কেঁপে উঠা শহরে তোমায় খুঁজেছি ,
শীতের রাতের অসহায় মানুষগুলো আর ওই বৃদ্ধা মহিলার না খেয়ে খেয়ে কঙ্কাল সার শরীরে তোমায় খুঁজেছি,
আজ আমি ক্লান্ত তোমায় খুঁজে খুঁজে।

ঈশ্বর কে নিয়ে কবিতা লিখবো ভেবেছিলাম।
যে কবিতায় মিথ্যা থাকবে না।
যে কবিতায় থাকবে না অনাহারী, দুঃখী মানুষের গল্প !

গোটা শহরে মাইকিং করেছি..! পোস্টারে
পোস্টারে দেয়াল ভরিয়েছি
কালো পতাকার নিশান উড়িয়েছি, ঈশ্বর কে
খুঁজে পাই নি।

ওই যে অভয়াশ্রম এর বৃদ্ধ কাঁদে
পাশের বাড়িতে কাজ করা শিশু কাঁদে,
মরে যাওয়া মানুষের আত্তা কাঁদে,
বৃষ্টি হলে আকাশ কাঁদে …!
তবুও ঈশ্বর আসেন নি।

পদ্মানদীর মাঝি কুবের ঠিকই বলেছিল –
“ঈশ্বর কে এখানে খুঁজিয়া পাওয়া যাইবে না,
ঈশ্বর থাকেন ওই ভদ্র পল্লীতে !”