বৃহস্পতিবার বিকেল ৩টায় বাজেট পেশ

অর্থনীতি আইন ও আদালত এইমাত্র জাতীয় বানিজ্য

নিজস্ব প্রতিবেদক :  বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট পেশ করা হবে। নতুন অর্থবছরের এ বাজেট পাস হবে আগামি ৩০ জুন। মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ তথ্য জানান। এরপর স্পিকার চলতি অধিবেশনের সভাপতিম-লীর নাম ঘোষণা করেন। এরা হলেন- মেজর জেনারেল (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, হাবীবে মিল্লাত, কাজী ফিরোজ রশিদ ও মেহের আফরোজ চুমকি। অধিবেশন চলাকালে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এরা সভাপতির দায়িত্ব পালন করবেন। অধিবেশনের কার্যক্রম শুরুর আগে শোকপ্রস্তাব উপস্থাপন ও গৃহীত হয়। প্রস্তাবে সাবেক সংসদ সদস্য তালেব আলী, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, আবদুল আলী মৃধা, আবদুল মজিদ মাস্টার, একেএম বজলুল করিম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানার ভাসুর ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সাবেক ব্যবস্থাপনা পরিচালনক রফিক আহমেদ সিদ্দিক, বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা অধ্যাপক মমতাজউদ্দীন আহমদসহ আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ব্যক্তির মুত্যুতে শোক প্রকাশ করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *