জুয়া খেলার সামগ্রীসহ ২ জুয়াড়ী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : ১৭/০৪/২০২১খ্রিঃ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ ও এসআই(নিঃ)/অমিত সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিলের অভিযান পরিচালনাকালে গোপন সূত্রে সংবাদ পান যে, এয়ারপোর্ট থানাধীন বড়শালা নয়াবাজার সাকিনস্থ আনা মিয়ার কলোনীর গলির ভিতরে কাঁচা রাস্তার উপর কতিপয় জুয়ারিয়া মোবাইল ফোনের মাধ্যমে অর্থের বিনিময়ে ভারতীয় তীর শিলং নামক জুয়া খেলছে। উক্ত বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনার সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিকাল অনুমান ১৭.১০ ঘটিকার সময় এয়ারপোর্ট থানাধীন বড়শালা নয়াবাজার সাকিনস্থ আনা মিয়ার কলোনীর গলির ভিতরে কাঁচা রাস্তার উপর হতে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় ১। জুবের আহমদ (৩০), পিতা-আব্দুল নূর, মাতা-কুলসুমা বেগম, সাং-বড়শালা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট কে ধৃত করেন। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত জুবের আহমদ (৩০) এর দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা (ক) একটি VIVO Y11 মোবাইল ফোনে WHATS APP এবং মেসেজ অপশনে একাধিক ইন্ডিয়ান তীর শিলং নামক জুয়া খেলার নম্বর সম্বলিত বিভিন্ন মেসেজ সম্বলিত লেখা আছে। এছাড়াও উক্ত মোবাইলে TEER Prediction ও The TEERনামক এ্যপস্ ব্যবহার করে ইন্টারন্টের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করে আসছে, যা উদ্ধার পূর্বক ১৭/০৪/২০২১খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করতঃ হেফাজতে নেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ২নং আসামী মোঃ আকমল হোসেন উক্ত ভারতীয় তীর শিলং নামক জুয়া খেলার মূল এজেন্ট বলে জানায়। তখন তার নিকট হতে প্রাপ্ত জব্দকৃত মোবাইল ফোন পর্যালোচনা করে আসামী জুবের আহমদ এর ব্যবহৃত মোবাইল ফোনের বিকাশ একাউন্ট হতে আসামী মোঃ আকমল হোসেন এর মোবাইল ফোনের বিকাশ একাউন্টে প্রেরিত বিভিন্ন অংকের টাকা প্রেরণ করার মেসেজ প্রাপ্ত হয়ে অত্র থানাধীন মংলীরপাড় সাকিনস্থ মোঃ সাইদুল্লা এর কুটির শিল্পের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ২। মোঃ আকমল হোসেন (২৫), পিতা-মোঃ আঃ রউফ, সাং-বড়শালা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট কে আটক করেন। তথায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত মোঃ আকমল হোসেন (২৫) এর দেহ তল্লাশি করে তার পরিহিত ছাই রংয়ের জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে নিজ হাতে বের করে দেওয়ামতে (ক) একটি suamsungমোবাইল ফোনে WHATS APP ও মেসেজ অপশনে ইন্ডিয়ান তীর শিলং নামক জুয়া খেলার টাকা লেনদেন সংক্রান্ত অডিও ক্লিপ ও টাকা লেনদেন সংক্রান্তে একাধিক মেসেজ রয়েছে, (খ) একটি WALTON মোবাইল, যার সিম নং-০১৭৪৭-৫১৬৫১১ উক্ত মোবাইলে ধৃত আসামী জুবের আহমদ এর বিকাশ একাউন্ট সম্বলিত মোবাইল নং-০১৭৪১-৪২১২৪৯ হতে ধৃত আসামী মোঃ আকমল হোসেন এর বিকাশ একাউন্ট সম্বলিত মোবাইল নং-০১৭৪৭-৫১৬৫১১ এ জুয়া খেলা সংক্রান্ত ২,০০০/- (দুই হাজার) টাকা সেন্ড ম্যানি করার মেসেজ রয়েছে যা উদ্ধার পূর্বক ১৭/০৪/২০২১খ্রিঃ তারিখ ১৮.৪৫ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করতঃ হেফাজতে নেন। উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয় অত্র থানা এলাকায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে তীর শিলংসহ বিভিন্ন জুয়া খেলার আসর বসিয়ে এলাকার উঠতি বয়সের যুবকদের জুয়ার নেশায় আশক্ত করে এলাকার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করা সহ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আসামীদ্বয়ের এমন কার্যকলাপে এলাকার সাধারণ জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ সংক্রান্তে এয়ারপোর্ট থানার মামলা নং-২৬, তাং-১৭/০৪/২০২১খ্রিঃ, ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ রুজু হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হবে।


বিজ্ঞাপন