জুয়া খেলার সামগ্রীসহ ১০ জুয়ারী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : ১৭/০৪/২০২১খ্রি: তারিখ রাত ২৩:৩৫ ঘটিকায় সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর দিক-নিদের্শনায় অফিসার ইনর্চাজ এর নেতৃত্বে এসআই(নিঃ)/বিষ্ণুপদ রায় সঙ্গীয় কং/১৬১৮ গোপাল কুর্মি, কং/১৮৩২ জিবেন্দ্র দাস সহ দক্ষিণ সুরমা থানাধীন তেলীবাজারস্থ আহমদপুর গামী রাস্তার মুখে আমির উদ্দিনের মায়ের দোয়া নামীয় দোকান কোঠায় অভিযান পরিচালনা করে জুয়ার আসর (ভারতীয় তীর শিলং) বসিয়ে জুয়া খেলারত অবস্থায় আসামী ১। আমির উদ্দিন (২২), পিতা-মৃত তেরন মিয়া, সাং-আহমদপুর, থানা-দক্ষিণ সুরমা ,জেলা-সিলেট, ২। আনোয়ারুল হক (৬২), পিতা-মৃত অজিউল হক, সাং-কাঞ্চননগর, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ, বর্তমানে-বলদী, তেলীবাজার, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৩। আলিম উদ্দিন (৩০), পিতা-মৃত তৈয়ব উল্লাহ, সাং-ধরাধরপুর, থানা-দক্ষিণ সুরমা ,জেলা-সিলেট, ৪। সফর আলী (৩৫), পিতা-রমজান আলী, সাং-আহমদপুর, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৫। আব্দুল খালিক (৪৪), পিতা-মৃত কটাই মিয়া, সাং-বলদী উত্তরাংশ, থানা-দক্ষিণ সুরমা ,জেলা-সিলেট’কে আটক করা হয়। আসামীদের দখলে থাকা (ক) বিভিন্ন আকারের চারটি পাতা, যাতে তীর নামক জুয়া খেলার বিভিন্ন সংখ্যা লেখা আছে, (খ) ১০০০/-টাকার নোট ০১টি, ৫০০/-টাকার নোট ০২টি, ১০০/-টাকার নোট ১১টি, ৫০/-টাকার নোট ০৬টি, ২০/-টাকার নোট ২২টি, ১০/-টাকার নোট ২৯টি ও ০৫/-টাকার নোট ০১টি, সর্বমোট-৪,১৩৫/-টাকা উল্লেখিত ধৃত আসামীদের দখল ও হেফাজত হতে উপস্থিত সাক্ষীদের সম্মূখে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে ১৭/০৪/২০২১খ্রিঃ তারিখ ২৩:৪৫ ঘটিকায় এসআই(নিঃ)/বিষ্ণুপদ রায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামী’দের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৭, তারিখ-১৮/০৪/২০২১খ্রিঃ, ধারা-১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়।


বিজ্ঞাপন

অপরদিকে ১৭/০৪/২০২১খ্রি: তারিখ রাত ০০:৩০ ঘটিকায় এএসআই(নিঃ)/সঞ্জয় চন্দ্র দে, কং/১৯০০ মিজান, কং/৮৪৪ নাদিরুজ্জামান, ড্রাইঃ কং/২১০৫ মো: শফিকুল ইসলাম দক্ষিণ সুরমা থানাধীন বালুরমাট কালামের হোটেলে গাফলা গুটির মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলার আসর হতে আসামী ১। মো: মামুন মিয়া (২৪) পিতা-মজিবুর মিয়া সাং- পাগজীপুর থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে- কদমতলী পয়েন্ট, ফরহাদ মিয়ার বাসা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ২। মো: নাছির উদ্দিন (৩২) পিতা-মো: ইউসুফ মিয়া সাং- পাতালিকুর, থানা-পরশুরাম জেলা-ফেনি, বর্তমানে- কদমতলী বালুরমাট, ইকবাল মিয়ার বাসা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৩। মো: কয়েছ মিয়া (৩২) পিতা- আলমগীর মিয়া, সাং- সসকাপুর, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, বর্তমানে- ফেরীঘাট, রাজ্জাক মিয়ার বাসা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৪। মো: হৃদয় আহমদ (২৭), পিতা- আলাই মিয়া, সাং- টিকরপাড়া, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট, ৫। জয়নাল মিয়া (২৪) পিতা-আ: হক, সাং- বসুলামপুর, থানা-দক্ষিণ সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে বালুরমাঠ, শাহজালাল মিয়ার বাসা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’দেরকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।