রাজধানীতে ত্রিমুখী তর্কযুদ্ধ

এইমাত্র জাতীয় রাজধানী

অংশগ্রহণকারী ডাক্তার, পুলিশ ও ম্যাজিস্ট্রেট

 

আজকের দেশ রিপোর্ট : রাজধানীতে লকডাউন চলাকালীন সময়ে পুলিশের দায়িত্ব অংশ হিসেবে পুলিশ পরিচয়পত্র দেখতে চাওয়ার জের ধরে এক নারী চিকিৎসক পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। রোববার (১৮ এপ্রিল) ওই নারীর আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।


বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, দেশব্যাপী চলমান সর্বাত্মক লকডাউনের ৫ম দিন রোববার (১৮ এপ্রিল) দুপুরে এলিফ্যান্ড রোডে ওই চিকিৎসকের গাড়ি থামিয়ে পরিচয়পত্র দেখতে চান পুলিশ সদস্যরা।

এতে ওই চিকিৎসক ক্ষোভ প্রকাশ করে পুলিশ সদস্য ও ম্যাজিস্ট্রেটকে তুই-তুকারি করতে থাকেন। নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করা ওই নারী পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘তুই মেডিকেলে চান্স পাস নাই, তাই তুই পুলিশ। আমি চান্স পাইছি তাই আমি ডাক্তার।’

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। অধিকাংশ ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে নারী চিকিৎসকের প্রতীক তির্যক প্রশ্ন ছুঁড়ে দেন। ‌ অনেকে বলতে থাকেন রাষ্ট্রের এই তিন পেশাজীবীর মধ্যে কে বড়? ডাক্তার, পুলিশ না ম্যাজিস্ট্রেট।