পুলিশে প্রথমবারের মত স্যাটেলাইটের মাধ্যমে বেতার যোগাযোগ স্থাপিত

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পুলিশে প্রথমবারের মত বেতার যোগাযোগের ক্ষেত্রে এক নবদিগন্ত উন্মোচিত হলো। বাংলাদেশ পুলিশে এই প্রথম ভিস্যাট (VSAT) এর সাহায্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ঢাকাসহ পুলিশের অপরাপর ইউনিটের সাথে নোয়াখালীর ভাসানচরে নবস্থাপিত ভাসানচর থানা এবং রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে আজ সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে।


বিজ্ঞাপন

এর ফলে ঘূর্ণিঝড়সহ যে কোন প্রাকৃতিক দুর্যোগেও এ দুর্গম এলাকার সাথে দেশের অন্যান্য অঞ্চলের সহজ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত থাকবে।

বাংলাদেশ পুলিশের উন্নয়ন ও আধুনিকায়নের এ উদ্যোগ বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর সুদূরপ্রসারী ও দূরদর্শী চিন্তার এক সফল বাস্তবায়ন।